শনিবার ০৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: কর্তব্যরত নার্সকে চড় মারলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান! উত্তাল পরিস্থিতি মুর্শিদাবাদের সালারে

Kaushik Roy | ১৪ জুলাই ২০২৪ ১৬ : ৪১Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: কর্তব্যরত অবস্থায় এক নার্সকে চড় মারার অভিযোগ উঠল মুর্শিদাবাদের সালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে স্বাস্থ্যকেন্দ্র। চড় মারার প্রতিবাদে বিক্ষোভ দেখান ওই নার্সের সহকর্মীরা। রবিবার দুপুর পর্যন্ত শুধু স্বাস্থ্যকেন্দ্রের জরুরি পরিষেবা চালু রাখা হয়। সালার থানার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনায় কোনো পক্ষের তরফেই অভিযোগ জানানো হয়নি।



সূত্রের খবর, রবিবার ভোরে সালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজি বিবি তাঁর আত্মীয়কে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য। অভিযোগ, রোগীর হাতে চ্যানেল করা নিয়ে কর্তব্যরত এক নার্সের সঙ্গে বচসা শুরু হয় তৃণমূল প্রধানের। ওই সময়ে কর্তব্যরত হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, 'পঞ্চায়েত প্রধান এবং তাঁর কয়েকজন আত্মীয় হাসপাতালের মধ্যে ঢুকে চিৎকার করছিলেন। আমি যখন রোগীর পরিজনদের সামলাতে ব্যস্ত ছিলাম সেই সময় হঠাৎই আমার সামনে পঞ্চায়েত প্রধান একজন নার্সকে সপাটে গালে চড় মারেন।' ঘটনার জেরে রীতিমত অসুস্থ হয়ে পড়েন ওই নার্সটি। তাঁকে হাসপাতালেই ভর্তি করানো হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং অন্যান্য নার্সরা প্রধান গেটের সামনে অবস্থানে বসে পড়েন।



হাসপাতালে পৌঁছন মুর্শিদাবাদ ভরতপুরের দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মুস্তাফিজুর রহমান। তিনি বলেন,"মা হিসেবে বিচলিত হয়ে হয়ত আমাদের দলের পঞ্চায়েত প্রধান এই কাজ করে ফেলেছেন। তবে দলের পক্ষ থেকে আমরা তাঁর কাজের নিন্দা করছি। আমি হাসপাতালের নার্স এবং ডাক্তার সকলকে অনুরোধ করছি পরিষেবা স্বাভাবিক করার জন্য।' হাসপাতালের বিক্ষোভরত কর্মীদের দাবি, অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা পরিষেবা স্বাভাবিক করবেন না।


Murshidabad NewsLocal News

নানান খবর

নানান খবর

রামনবমীর আগে বিরাট সম্প্রীতি মিছিলের সাক্ষী জঙ্গিপুর, একসঙ্গে চলার বার্তা জাকির হোসেনের

ভারতসেরা বাংলা! উৎপাদনক্ষমতায় দেশের সেরা রাজ্যের দুই বিদ্যুৎকেন্দ্র

ভারতীয় ন্যায় সংহিতা আইনে রাজ্যে প্রথম খুনের মামলায় সাজা, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

মা-বাবার ঘরে চুপিসারে ক্যামেরা লাগাল ছেলে! কী ধরা পড়ল ফুটেজে, হাড়হিম হয়ে যাবে

সুপ্রিম কোর্টের নির্দেশে হারিয়েছেন চাকরি, তবু মানে না মন, ক্লাস নিতে কলকাতা থেকে হুগলিতে হাজির শিক্ষক

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া